ফেনীতে ৫৬২ কোটি টাকা ব্যয়ে মুহুরি সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হলেও সুফল পাচ্ছেন না কৃষক। প্রকল্পের আওতায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে জমিতে দেয়া হয় সেচের পানি। আর প্রি-পেইড মিটার ব্যবস্থায় মূল্য পরিশোধ করতে হয় কৃষকদের। তাদের অভিযোগ, আগের চেয়ে এই পদ্ধতিতে বেড়েছে খরচ। যদিও এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।