মুনাফিক কারা, এদের স্বভাব সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে
ইসলামি জীবনবিধানে ‘মুনাফিক’ (Hypocrites) শব্দটি অত্যন্ত ঘৃণিত। মুনাফিকরা হলো সেই সব ব্যক্তি যারা মুখে ইসলামের কথা বলে কিন্তু অন্তরে কুফরি বা অবাধ্যতা লালন করে। পবিত্র কোরআনের বিভিন্ন সুরায় মুনাফিকদের চরিত্র (Characteristics of Hypocrites) এবং তাদের পরিণাম সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে।