‘মথ’ ডালে ক্ষতিকর রঙ মিশিয়ে মুগ ডাল বলে বিক্রি হচ্ছে; কর্তৃপক্ষের সতর্কতা
ক্ষতিকর হলুদ রঙ মিশিয়ে ‘মথ’ ডালকে 'মুগ' ডাল নামে বিক্রি করা হচ্ছে বাজারে। এ ধরনের রঙ ডালে ব্যবহার অনুমোদিত নয় এবং এতে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) এ ধরনের ডাল বিক্রি বন্ধ ও জনস্বার্থে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।