নেদারল্যান্ডসে বসন্ত বরণ: ২ লাখ ফুলে ছেয়ে গেছে আমস্টারডাম মিউজিয়াম স্কয়ার
বসন্ত বরণের অংশ হিসেবে নেদারল্যান্ডসে বসেছিল টিউলিপের মেলা। বর্ণিল রঙের ২ লাখ ফুলে ছেয়ে যায় আমস্টারডামের মিউজিয়াম স্কয়ার। এতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শনার্থীরা। উৎসবটি থেকে বিনামূল্যে ১০ টি ফুল সংগ্রহের সুযোগও পান তারা। বিশ্বের শীর্ষ টিউলিপ উৎপাদনকারী দেশটিতে পুরো বসন্ত জুড়েই থাকে ব্যতিক্রমী নানা আয়োজন।