মাহমুদুন্নবী, সুরের ভুবনের এক নক্ষত্র
আয়নাতে মুখ দেখতে নিলে আপনার কোন গানটি মনে পড়ে? বাঙালি রমণী আয়নাতে যখনই মুখ দেখে একটি গান আর একজন শিল্পীর কথাই মনে করে। তিনি শিল্পী মাহমুদুন্নবী। গানে গানে এমন আবেগী কণ্ঠে প্রেমিকাকে প্রেম নিবেদনের তুলনা আর কারো সাথেই চলে না। তার সুর আর কণ্ঠের মাধুর্যতাই গানগুলোকে জনপ্রিয় করে তুলেছে শ্রোতাদের কাছে। বাংলা গানের সুরের আকাশে আলোকিত এক তারকার নাম মাহমুদুন্নবী।