চীনে তেল রপ্তানিতে ইরানকে সহায়তা করায় এবার ভারতের ওপর চটেছে যুক্তরাষ্ট্র। নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরানের সমুদ্র বন্দরে দায়িত্বরত ভারতীয় কোম্পানি মার্শাল শীপ ম্যানেজম্যান্টের ওপর। আর এর জের ধরে দু'দেশের সম্পর্কে চির ধরতে পারে বলে মত বিশ্লেষকদের।