যুক্তরাষ্ট্রের ওপর ভরসা রাখতে পারছে না দক্ষিণ কোরিয়া
দেশের ভেতরে চাপ থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির শঙ্কায় পরমাণু শক্তিধর রাষ্ট্র হতে পারছে না দক্ষিণ কোরিয়া। প্রতিবেশি উত্তর কোরিয়া ও চীন তাদের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, নিজেদের সুরক্ষায় ওয়াশিংটনের ওপর আর ভরসা রাখতে পারছে না সিউল।