গ্রিনল্যান্ড ইস্যুতে আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই: ট্রাম্প
গ্রিনল্যান্ড ইস্যুতে আর পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে কড়া হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্রান্সের প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর বিশ্বের শাসনব্যবস্থা নিয়ে উদ্বেগের পরই গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অনড় অবস্থান নিশ্চিত করলেন ট্রাম্প। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সম্পর্ক ক্রমেই জটিল হচ্ছে। যুক্তরাষ্ট্রের শুল্কের পাল্টা প্রতিক্রিয়ায় মার্কিন বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট।