শীতের তীব্রতার সঙ্গে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কম্বলপল্লীতে
শীতের তীব্রতা বাড়ার সাথে ব্যস্ততা বেড়েছে সিরাজগঞ্জের কাজিপুরের কম্বল পল্লীতে। কমদাম আর মানে ভালো হওয়ার এখানকার কম্বলের চাহিদা সারাদেশে। অফলাইনের পাশাপাশি এখন অনলাইন মাধ্যমেও দেশের প্রতিটি জেলায় পৌঁছে যাচ্ছে এখানকার কম্বল।