দাম বাড়লেও চট্টগ্রাম ও বরিশালের বাজারে সয়াবিন তেলের সংকট
লিটারে ৮ টাকা দাম বাড়ানোর ১১ দিন পরও চট্টগ্রাম ও বরিশালের বাজারে চাহিদামতো মিলছে না বোতলজাত সয়াবিন তেল। পাড়া-মহল্লায় এ সংকট আরো প্রকট। এদিকে বোতলজাত তেলের সংকটে দাম বেড়েছে খোলা তেলের। তেল কিনতে এসে ভোগান্তিতে ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, তেলের সঙ্গে বাধ্যতামূলকভাবে চাল, তেল, আটাসহ বিভিন্ন পণ্য কিনতে দোকানিদের বাধ্য করছেন ডিলাররা।