খনন হলেও পর্যাপ্ত পানি নেই পিরোজপুরের ভারানী খালে
পিরোজপুরে কয়েক কোটি টাকা খরচ করে খনন করা হয় ভারানী খাল। তাতেও সুফল মিলছে না চাষিদের। প্রায় ৬ কিলোমিটার লম্বা এই খালের সাড়ে তিন কিলোমিটার জুড়েই রয়েছে ৭০ থেকে ৮০টি কাঠের পুল, বাঁশের সাকো ও পাকা ব্রিজ। খালের জায়গা দখল করে বসানো হয়েছে দোকানপাট। কৃষি অফিস বলছে, খালে পানি না থাকায় জমিতে সেচ দিতে পারেননি কৃষকরা। খালটি দখল মুক্ত করা না গেলে, প্রায় ৫শ' হেক্টর জমির কৃষি ক্ষতিগ্রস্ত হবে।