ভারতের-প্রধানমন্ত্রী-নরেন্দ্র-মোদি

সামিট ফর ফিউচারে প্রাধান্য পেয়েছে রাশিয়া-ইউক্রেন ও কোরীয় উপদ্বীপ ইস্যু

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে আলোচনার মধ্যেই সামিট ফর ফিউচারে প্রাধান্য পেয়েছে রাশিয়া-ইউক্রেন ও কোরীয় উপদ্বীপ ইস্যু। সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বিশ্বের এখন শান্তিপূর্ণ ভবিষ্যত ও স্থিতিশীল উন্নয়ন প্রয়োজন। বিশ্বে সুশাসন প্রতিষ্ঠায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন। অন্যদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, যুদ্ধক্ষেত্রে নয়, সত্যিকারের মানবিকতা নিহিত সম্মিলিত শক্তিতে।