দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শুটিং ফেডারেশনে চলছে অচলাবস্থা। ছুটিতে আছেন খেলোয়াড়রা। অথচ দরজায় কড়া নাড়ছে এশিয়ান কাপ শুটিং টুর্নামেন্ট। এখনও ঘোষণা হয়নি নতুন কমিটি। সবমিলিয়ে যেন পরিকল্পনাহীনতার বেড়াজালে বন্দি শুটিং ফেডারেশন।