দামের তুলনায় দ্বিগুণ ভর্তুকি, ক্ষতির মুখে ইরাকের গম উৎপাদন
গমের বাম্পার ফলন আর প্রয়োজনের তুলনায় বিশাল মজুত। মধ্যপ্রাচ্যে গমের সবচেয়ে বড় আমদানিকারক দেশ ইরাকের এ বছরের চিত্র এটি। কিন্তু বাজারের দামের তুলনায় দ্বিগুণ ভর্তুকির কারণে উৎপাদন বেশি হলেও বহন করতে হচ্ছে বিশাল অঙ্কের ক্ষতি। এর জন্য বিরোধীরা সরকারের দুর্বল পরিকল্পনাকে দায়ী করলেও কৃষকদের জীবনমান উন্নয়নে খুশি বাগদাদ একে ক্ষতি মানতে নারাজ।