নকল-মানহীন পণ্যের দখলে দেশের ৬ হাজার কোটি টাকার ইলেকট্রনিক্স বাজার
কথায় আছে বাতির নিচেই অন্ধকার। বাংলাদেশের ইলেকট্রনিক্স ও আলোক সরঞ্জামের বাজারও যেন তেমনই। দেশে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার এ বিশাল বাজারের বড় অংশই নকল আর মানহীন পণ্যের দখলে। নেই কারো নজরদারি। অথচ ফায়ার সার্ভিস বলছে, দেশে বছরে অন্তত ৯ হাজার অগ্নিকাণ্ড ঘটছে শুধু নিম্নমানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহারের কারণে।