ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে অ্যারেনা সাবালেঙ্কা
ব্রিসবেন ইন্টারন্যাশনালের ফাইনালে উঠেছেন অ্যারেনা সাবালেঙ্কা। সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে ৬-৩, ৬-৪ সেটে হারিয়েছেন বিশ্বের এক নম্বর এ টেনিস তারকা। মুচোভার বিপক্ষে আগের ৩ ম্যাচে হেরেছিলেন সাবালেঙ্কা।