বাংলাদেশে সম্পূর্ণ নতুন সিরিজের গাড়ি আনছে ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড এমজি
বাংলাদেশের বাজারে সম্পূর্ণ নতুন সিরিজের গাড়ি আনতে যাচ্ছে ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড মরিস গ্যারাজেস (এমজি)। সম্পূর্ণ নতুন এইচএস সিরিজে থাকছে এমজি'র নতুন সুপার হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেলের ইভি।