বাংলাদেশে সম্পূর্ণ নতুন সিরিজের গাড়ি আনছে ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড এমজি

এমজি দুই মডেলের গাড়ি
এমজি দুই মডেলের গাড়ি | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশের বাজারে সম্পূর্ণ নতুন সিরিজের গাড়ি আনতে যাচ্ছে ব্রিটিশ অটোমোবাইল ব্র্যান্ড মরিস গ্যারাজেস (এমজি)। সম্পূর্ণ নতুন এইচএস সিরিজে থাকছে এমজি'র নতুন সুপার হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেলের ইভি।

বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এটি এমজি'র একটি বড় পদক্ষেপ। ফুয়েল ইকোনমি, কমফোর্টেবল রাইড ও এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি টেকনোলজিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজির এ নতুন এইচএস হাইব্রিড সিরিজ।

এইচএস সিরিজের প্রথমটি এমজি'র নতুন সুপার হাইব্রিড বা প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকেল। এটি মূলত একটি এসইউভি, যাতে থাকছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ইন্টারনাল কম্বাশ্চন পেট্রল ইঞ্জিন যা ইলেকট্রিক মোটর ও ব্যাটারির সাথে সংযুক্ত।

চাইলে ব্যাটারিটি যেকোনো এক্সটার্নাল পাওয়ার সোর্স থেকেও চার্জ করা সম্ভব। লং ইলেকট্রিক রেঞ্জ অনলি থাকায় মূলত একে সুপার হাইব্রিড বলা হচ্ছে। এই ফিচারের কারণে একবার চার্জ দিলে শুধুমাত্র ইলেকট্রিক পাওয়ারেই ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারবে মডেলটি। পাশাপাশি ফুল চার্জ ও ফুল ট্যাংক ফুয়েল মিলিয়ে ১০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম এই ইভি।

অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা ম্যাক্সিমাম এফিশিয়েন্সি ও কমফোর্টের জন্য ইলেকট্রিসিটি ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে। ফুয়েল কস্ট কমানোর পাশাপাশি এমিশন রিডিউস করবে ইভিটির স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।

আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াটকার? অ্যাওয়ার্ডস টুয়েন্টি টুয়েন্টি ফাইভ' -এ বেস্ট প্লাগ-ইন হাইব্রিড ও বেস্ট ফ্যামিলি ইউজড এসইউভি এবং অটোকার অ্যাওয়ার্ডস টুয়েন্টি টুয়েন্টি ফাইভ' -এ ‘বেস্ট ম্যানুফ্যাকচারার’ অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যান্ডটি। পাশাপাশি, ইউকে, অস্ট্রেলিয়া ও ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া আর মিডলইস্টের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।

দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএসের এ দু'টি গাড়ির প্রি-বুকিং চলছে।

এএইচ