ইতালিতে চলছে ঐতিহ্যবাহী বেফানা উৎসব
ইতালিতে চলছে ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি বেফানা বা এপিফ্যানি উৎসব। ৬ জানুয়ারি দেশটি জুড়ে চলমান উৎসবে ঝাড়ুর উপর বসে শিশুদের উপহার দিয়ে বেড়াচ্ছেন গল্প গাঁথা জাদুকরি বৃদ্ধা নারী। ঐতিহ্যবাহী উৎসব ঘিরে মাসব্যাপী মেলার আয়োজনে লাভবান প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।