যমুনায় দূষণের মাত্রায় উর্বরতা হারিয়েছে নদীসংলগ্ন এলাকা
মরে গেছে যমুনা নদী, মন্তব্য ভারতের পরিবেশবিদদের। দূষণের মাত্রা এতোটাই ভয়াবহ যে বিষাক্ত পানিতে উর্বরতা হারিয়েছে নদীসংলগ্ন এলাকা, জলজ প্রাণীও শূন্যের কোঠায়। ফেনারূপে সে বিষ নদীর বুকে উগড়ে দিয়েছে যমুনা।