বিশ্বে-অসমতা-আর-অস্থিতিশীলতা-নিরসন

বিশ্ব পরিস্থিতির স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে কঠিন সিদ্ধান্ত নিতে হবে: জাতিসংঘ মহাসচিব

বিশ্ব পরিস্থিতির স্বাভাবিক গতি-প্রকৃতি ফিরিয়ে আনতে এখন কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সামিট ফর দ্য ফিউচার শীর্ষক আলোচনায় প্রথম দিন বিশ্ব নেতাদের সতর্ক করে তিনি বলেন, ‘বিশ্বে অন্তর্ভুক্তি আর বহুপাক্ষিকতা ফিরিয়ে আনতে ভবিষ্যতের জন্য একটি চুক্তি গ্রহণ করেছে জাতিসংঘ। এসময় বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত নিয়েও উদ্বেগ জানান তিনি। সম্মেলনে বিশ্বে অসমতা আর অস্থিতিশীলতা নিরসনে জাতিসংঘকে গুরুত্ব দেয়ার আহ্বান জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।