বিপিএল নিলাম: কে কোন দলে, কত টাকায় দেখে নিন
বিপিএলের ১২তম আসর (BPL 12th Season) শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিয়ে ‘নানা মুনির নানা মত’ আর টেকনিক্যাল কিছু সমস্যা থাকলেও; শেষ পর্যন্ত নানা জল্পনা-কল্পনা আর শঙ্কাকে পাশ কাটিয়ে শেষ হয়েছে নিলাম কার্যক্রম (BPL Auction)। নাঈম শেখের কোটির অঙ্ক অতিক্রম করা কিংবা লিটনের প্রত্যাশিত দাম না পাওয়া ছাড়িয়ে আলোচনা মোড় নিয়েছিলো মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকের দল না পাওয়া নিয়ে। যদিও ‘বিশেষ বিবেচনায়’ তাদের পরবর্তীতে দুটি দলে নেয়া হয়েছে।