দেশে বাড়ছে ইকো নামধারী রিসোর্টের সংখ্যা
দেশে বাড়ছে ইকো নামধারী রিসোর্টের সংখ্যা। কাঠ ও বাঁশ দিয়ে অবকাঠামো তৈরি করেই নিজেদের ইকো দাবি করছেন তারা। অথচ এসব রিসোর্ট তৈরিতে ব্যবহার করা হচ্ছে কংক্রিট, কাঁচ, প্লাষ্টিক ও ক্ষতিকর রঙ। তাতে বিরূপ প্রভাব পড়ছে ওই এলাকার বাস্তুতন্ত্রে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দেশের বিভিন্ন পর্যটন স্পট ইকো ট্যুরিজমের জন্য আদর্শ হলেও নেই বিনিয়োগের নীতিমালা।