অস্ত্র জমার বিপরীতে আসাদ সেনাদের অস্থায়ী বসতি কার্ড দিচ্ছে এইচটিএস
অস্ত্র ও মূল্যবান সামগ্রী জমা দেয়ার বিপরীতে আসাদ সেনাদের অস্থায়ী বসতি কার্ড দিচ্ছে এইচটিএস। সিরিয়ার রাজধানীতে এই কার্যক্রমের মাধ্যমে নিরপরাধ সেনা সদস্যরা স্বাভাবিক জীবন শুরুর স্বপ্ন দেখছেন। বিদ্রোহী নেতা আবু মোহাম্মাদ আল জুলানির আস্থাভাজন ব্যক্তিদের দেয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে নতুন সিরিয়ায় কুর্দিদের পরিণতি কী হবে? তা নিয়ে বাড়ছে শঙ্কা।