মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত ও দোয়ার বিধান, মুমূর্ষু থেকে দাফন পর্যন্ত করণীয়
মানুষের শেষ বিদায়ের মুহূর্তটি অত্যন্ত গুরুত্ববহ। ইসলামে মৃত্যুর আলামত দেখা দেওয়া থেকে শুরু করে কবরস্থ করা পর্যন্ত প্রতিটি ধাপের জন্য সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে। বিশেষ করে মৃত্যুর পর লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত (Quran Recitation) ও তালকিন (Talqin) করার সঠিক পদ্ধতি নিয়ে সাধারণ মানুষের মাঝে অনেক জিজ্ঞাসা থাকে। মুফতি ও ফিকাহবিদদের মতেই এই আমলগুলোর সঠিক রূপরেখা তুলে ধরা হলো।