জিআই স্বীকৃতি পেলো নেত্রকোণার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি
৫৭তম জিআই পণ্যের স্বীকৃতি সনদ পেয়েছে নেত্রকোণার ঐতিহ্যবাহী বালিশ মিষ্টি। বিশেষ আকৃতি আর সুনামের জন্য দেশব্যাপী পরিচিতি রয়েছে এ মিষ্টির। তবে নতুন করে জিআই সনদ এ মিষ্টির পরিচিতি আরও বাড়াবে বলে মনে করছেন এর কারিগররা।