এক মাস পর এশিয়ান কাপ, অথচ বয়সভিত্তিক দল নিয়ে ব্যস্ত কোচ?
বাফুফের সিদ্ধান্তে এমিলির প্রশ্ন
এশিয়ান কাপ শুরুর মাত্র এক মাস আগে জাতীয় দলের ক্যাম্প রেখে বয়সভিত্তিক দল নিয়ে ব্যস্ত কোচ পিটার বাটলার। সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নিশপে অংশ নিতে দলের সঙ্গে উড়াল দিয়েছেন এই কোচ। তার অনুপস্থিতিতে আফঈদা, রিতুপর্নাদের দায়িত্ব সামলাবেন ফিটনেস ট্রেইনার লর্ড ম্যাকরন। এশিয়ার সর্বোচ্চ আসরের আগে বাফুফের এমন সিদ্ধান্ত সঠিক নয় বলে মত সাবেক অধিনায়ক জাহিদ হাসান এমিলির।