বিশ্বকাপের দল থেকে বাদ পড়া নিয়ে কোচের ব্যাখ্যা অপমানজনক: সুমনা
বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার জান্নাতুল সুমনা। সংবাদ সম্মেলনে যার কারণ ব্যাখ্যা করেছেন দলটির প্রধান কোচ সারওয়ার ইমরান। তবে যে ব্যাখ্যা দেয়া হয়েছে তা অপমানজনক বলে এখন টিভিকে জানিয়েছেন সুমনা। বাদ পড়া নিয়ে আফসোস না থাকলেও কোচের এমন ব্যাখ্যায় দুঃখ পেয়েছেন বলেও জানান তিনি।