মধ্য মাঘে বসন্তের আভাস; তাপমাত্রা বাড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে
আজ শুক্রবার, ১৬ মাঘ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী বাংলাদেশের শীতলতম এই মাসের বিদায় নিতে আরও দুই সপ্তাহ বাকি। এরপর শুরু হবে বসন্তকাল, ফাল্গুন মাস। তবে প্রকৃতির মাঝে ইতোমধ্যেই মিলতে শুরু করেছে বসন্তের আভাস। মধ্য মাঘের সকালে ছিল হালকা শীত, দুপুরের তাপদাহ, বিকেল থেকে বইছে হালকা বাতাস। রাতের বেলা পড়ছে কুয়াশায় মোড়ানো কোমল শীত।