বর্ষবরণ

নানা আয়োজনে নতুন বছর বরণ নগরবাসীর
দশ দিগন্তে আলোক রেখা ছড়ালো নতুন বছরের প্রথম সূর্য। ক্যালেন্ডারের পাতা থেকে খসে পড়লো আরেকটি বছর। এভাবেই পাখির ডানায় ভর করে উড়ে সময়। বাড়ে পৃথিবীর বয়স।

নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা
নগরীতে রাতভর আতশবাজি, আতঙ্কিত পশুপাখি

২০২৪ সালকে প্রথম স্বাগত জানালো নিউজিল্যান্ড
বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৪ সালকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। বাংলাদেশ সময় বিকেল ৫টা নাগাদ নতুন বছর বরণ করে নিলো দেশটি। আতশবাজির আলোয় ছেয়ে যায় অকল্যাণ্ডের স্কাই টাওয়ার। জমকালো আয়োজনের মনমুগ্ধকর সেই দৃশ্য দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ।