যুক্তরাষ্ট্রে নিয়োগ কমলেও স্থিতিশীল চাকরির বাজার
যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে মার্চে দুই লাখ কর্মী নতুন চাকরিতে যোগ দিয়েছেন। আগের মাসে এ সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার। এছাড়া ২০২৩ সালের মাসিক গড় নতুন কর্মসংস্থান ছিল ২ লাখ ৫১ হাজার জন। সব মিলিয়ে পরিসংখ্যান বলছে, কর্মসংস্থান বৃদ্ধির গতি সম্মানজনক পর্যায়ে থাকলেও মার্কিন শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের পরিমাণ কমেছে। দেশটির শ্রম বিভাগ থেকে প্রকাশিত চাকরি প্রতিবেদনে সম্প্রতি এমন তথ্য উঠে এসেছে।