সংকটে পশ্চিমবঙ্গের ফুল ব্যবসায়ী, ঢাকিসহ নানা পেশার মানুষ
শারদীয় দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে ভারি বৃষ্টির কবলে পশ্চিমবঙ্গের কলকাতাসহ বেশ কয়েকটি জেলা। নীল শুভ্র শরৎ সকালে কালো মেঘের চোখ রাঙ্গানি দেখে বেজার উৎসব প্রিয় বাঙালি। সবচেয়ে বেশি সংকটে রাজ্যের ফুল ব্যবসায়ী, ঢাকি থেকে শুরু করে পূজার সাথে জড়িত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। অতিবৃষ্টিতে পদ্ম ফুলের যোগান কমে যাওয়ায় পূজার আগে দাম নিয়ে শঙ্কায় আয়োজকরাও। আর কলকাতায় আর জি কর-কাণ্ডের জেরে পূজার পরিসর ছোট হয়ে আসায় ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার ঢাকিরা।