যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিনামূল্যে পরিচালিত হচ্ছে ফুড ব্যাংক সার্ভিস
খাদ্যের জন্য দেয়া ফেডারেল সরকারের মাসিক ভাতা থেকে চলমান সরকারি শাটডাউনের কারণে আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রায় ৪ কোটি ২০ লাখ মানুষ বঞ্চিত হতে পারেন। কর্মসূচিটি পরিচালনার পর্যাপ্ত অর্থ কেন্দ্রীয় সরকারের তহবিলে নেই বলে অঙ্গরাজ্যগুলোর প্রশাসনকে জানিয়ে দিয়েছে কৃষি বিভাগ। এদিকে, বেতনহীন কর্মীদের সহায়তায় ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে বিনামূল্যে পরিচালিত হচ্ছে ফুড ব্যাংক সার্ভিস।