নতুন ভাইরাসে বিবর্ণ ভুট্টার খেত, নিঃস্ব হচ্ছে কৃষক
চুয়াডাঙ্গার ভুট্টা চাষিদের মাঝে আতঙ্ক ছড়াচ্ছে ফিউজারিয়াম স্টক রট নামের এক নতুন ভাইরাস। ছত্রাকজনিত এই ভাইরাসে আক্রান্ত মাঠের পর মাঠ। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ফসল উৎপাদন হলেও মিলছে না আশানুরূপ ফলন। সবদিক হারিয়ে এখন নিরুপায় চাষিরা।