আধুনিকায়নের ভিড়ে বিলুপ্তির পথে কুটির-মৃৎ শিল্প
একসময় দাপিয়ে বেড়ালেও এখন বিলুপ্তির পথে গ্রাম বাংলার বাঁশ-বেত ও মৃৎ শিল্প। আর সেই জায়গা দখল করেছে প্লাস্টিক ও মেলামাইনের জিনিসপত্র। ফলে মৌলভীবাজারে অনেকে বদলে ফেলেছেন এ পেশা। আর পেটের দায়ে যারা এখনো এই পেশায় আটকে আছেন, কষ্টে দিন কাটছে তাদের।