প্লট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হলেও পদ হারানোর ঝুঁকি নেই টিউলিপের!
প্লট দুর্নীতি মামলায় বাংলাদেশে দোষী সাব্যস্ত হলেও যুক্তরাজ্যের পিপল অ্যাক্ট অনুযায়ী মেম্বার অব পার্লামেন্ট পদ হারানোর ঝুঁকি নেই ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের। তবে ভাবমূর্তি রক্ষার প্রশ্নে লেবার পার্টির সরকার টিউলিপকে এমপি পদে বহাল রাখবে কি না সে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ, গেল জানুয়ারিতে দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর লেবার পার্টির ভাবমূর্তির প্রশ্নে মন্ত্রিত্বের পদ থেকে সরে দাঁড়ান টিউলিপ।