ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে একক কোন দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দেখা দিয়েছে রাজনৈতিক অচলাবস্থা। এরইমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। এ পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী গ্রাব্রিয়াল আতাল পদত্যাগ করার ঘোষণা দেন। তবে পরিস্থিতি স্থিতিশীল রাখতে প্রধানমন্ত্রীকে কয়েকদিনের জন্য স্বপদে বহাল থাকার অনুরোধ জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁকো।