খাবার চিবানো থেকে মুখের সৌন্দর্যে, দাঁতের যতনে সচেতন থাকুন
মুখের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো দাঁত। মুখের সৌন্দর্য্যের পাশাপাশি খাবার চিবিয়ে খাওয়ার ও কাটার জন্য এটি সহায়তা করে থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষের মুখে সাধারণত ৩২টি স্থায়ী দাঁত থাকে। যেগুলোকে কর্তন, ছেদন, অগ্রপেষণ এবং পেষণ দাঁতে বিভক্ত করা হয়েছে।