গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ
গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের আনা খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। গতকাল (সোমবার, ১৭ নভেম্বর) অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি অনায়াসে পাশ হয়। এতে গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরিকল্পনাকে সমর্থন জানানো হয়েছে এবং উপত্যকায় একটি আন্তর্জাতিক ‘স্থিতিশীলতা বাহিনী’ গঠনের অনুমোদন দেয়া হয়েছে। খবর বিবিসির।