যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের লোভ; প্রতারণার জালে সিলেটবাসী
বিদেশে পাঠানোর নামে সিলেটে যেন থামছেই না প্রতারণার দৌরাত্ম্য। যুক্তরাজ্যে ওয়ার্ক পারমিটের লোভ দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে নানা ট্রাভেল এজেন্সি ও দালালচক্র। অবৈধ এজেন্সির এমন বেপরোয়া প্রতারণায় ক্ষতিগ্রস্ত বৈধ ব্যবসায়ীরাও। আর প্রশাসনিক নজরদারির অভাবে বাড়ছে মানুষের আর্থিক ঝুঁকি, বলছেন সংশ্লিষ্টরা।