ইরানের হামলার প্রতিবাদ, তারপর!
ইরানের হামলার প্রতিবাদ কিভাবে করবে ইসরাইল তার ওপর নির্ভর করছে মধ্যপ্রাচ্যে কতদূর গড়াবে আঞ্চলিক এই সংঘাত। ইসরাইলের যুদ্ধসংক্রান্ত মন্ত্রিসভা থেকে আসতে পারে সিদ্ধান্ত। যেখানে নেতানিয়াহু'র সঙ্গে আলোচনা হয়েছে প্রতিরক্ষামন্ত্রী ইওয়াভ গ্যালন্ত ও বেনি গ্যান্তজের সঙ্গে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বিশ্লেষণ বলছে, নেতানিয়াহু দ্রুতই ইরানে হামলা না করলেও ইসরাইলের লক্ষ্য ইরানের পরমাণু কেন্দ্রগুলো।