ডিপ্লোমাধারীদের ‘টেকনিশিয়ান’ আখ্যা দিয়ে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ
এইচএসসিকে বাতিল করে ডিপ্লোমা ডিগ্রিধারীদের ষড়যন্ত্রমূলক ‘ওয়ান-চ্যানেল এডুকেশন সিস্টেম’ দাবির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহীর বিভিন্ন কলেজের এইচএসসির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন বিক্ষোভে। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।