পানের বরজ ও চাষাবাদের উপকরণ হিসেবে রাজশাহীতে বাঁশের ব্যবহার বাড়ছে। স্থানীয়ভাবে চাহিদা না মেটায় অন্যান্য জেলা থেকে বছরে এখানে আসছে অন্তত ৪৫ কোটি টাকার বাঁশ। বিভিন্ন উপকরণ তৈরিসহ এসব বাঁশের বাজারমূল্য আড়াই'শ কোটি টাকা।