জলবায়ু পরিবর্তনে বিপর্যয়ের মুখে উন্নত-অনুন্নত সব দেশ
উন্নত দেশগুলোর ক্রমানুগতিতে কার্বন নিঃসরণ প্রতিযোগিতা এবং জলবায়ু পরিবর্তনে হিমবাহ গলে ঝুঁকিতে পড়ছে পার্বত্যাঞ্চলের জনবসতি। এমনকি এসব অঞ্চলের ভূ-প্রকৃতি ও জনজীবন বদলে দিচ্ছে চিরতরে। গবেষকরা বলছেন, কার্বন নির্গমন কমানো না গেলে এ শতাব্দীতেই হিমালয়ের দুই-তৃতীয়াংশ হিমবাহ গলে যেতে পারে। এতে বাড়ছে বন্যা, বৃষ্টিপাত, তুষারপাতের ধরনও। বিপর্যয়ের মুখে পড়বে উন্নত ও অনুন্নত সব দেশই।