আমি চেষ্টা করছি কাম ব্যাক করার: সাব্বির রহমান
পারিবারিক সমস্যা থাকায় অনুশীলনে আসা হয়নি। নামটা সাব্বির রহমান বলেই হয়তো এতো মাতামাতি। নিজে ভালো হতে চাইলেও আশেপাশের মানুষ তাকে ভালো হতে দেয় না, দাবি সাব্বিরের। তিনি বলছেন, ‘আমি চেষ্টা করছি কাম ব্যাক করার।’