শহরভর্তি শুধু হীরে আর হীরে! হীরের শহরও বলা হয় একে। মাত্র ৬৮ বর্গ কিলোমিটার এই শহর জুড়ে রয়েছে ৭২ হাজার টন হীরে। যেখানে চোরের হাত থেকে সরিষা দানা পরিমাণ হীরে রক্ষা করতেই কত সতর্ক থাকতে হয়! আর সেখানে ৭২ হাজার টন হীরে নিয়ে কীভাবে আছে শহরবাসী?