বাংলাদেশের পর ভিসা বিতর্কে যুক্তরাষ্ট্র, ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন
ভারত-পাকিস্তানের রাজনৈতিক প্রভাব অনেক আগেই পড়েছে তাদের মাঠের ক্রিকেটে। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের ক্রিকেট মাঠের সম্পর্কেও টানাপড়েন চলছে। এবার নতুন করে যুক্তরাষ্ট্রকেও প্রতিপক্ষ হিসেবে যুক্ত করছে ভারত। বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বেশকিছু ক্রিকেটারের ভিসা না দিয়ে এই ঘটনার সূত্রপাত ঘটিয়েছে দেশটি।