পশু-পরিবহন

ময়মনসিংহে প্রস্তুত চার হাজার কোটি টাকার ৬ লাখ কোরবানির পশু

ময়মনসিংহ বিভাগের চারজেলায় এবার প্রস্তুত প্রায় ৬ লাখ কোরবানির পশু। যা স্থানীয় চাহিদার চেয়ে প্রায় এক লাখ ৬৮ হাজার বেশি। এর বাজারমূল্য প্রায় চার হাজার কোটি টাকা। ঈদ ঘনিয়ে আসায় পশুর হাটে চলছে জমজমাট বেচাকেনা। এতে গতি বেড়েছে স্থানীয় অর্থনীতিতে। কোরবানির পশু পরিবহন ও পশুরহাট কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। জাল টাকা শনাক্তকরণসহ গুরুত্বপূর্ণ হাটে রয়েছে প্রাণিসম্পদ বিভাগের মেডিকেল টিম। তবে গতবারের চেয়ে এবার কিছুটা বেড়েছে কোরবানির পশুর দাম।

১২ জুন থেকে তিনদিন চলবে ক্যাটল স্পেশাল ট্রেন

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনে দুটি বিশেষ ক্যাটল স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা তিন দিন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হবে।