সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব
সাতক্ষীরার কলারোয়ায় মাসাধিককাল ধরে চলছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পলো বাওয়া উৎসব। উপজেলার ভাড়কীর বিল, নোয়াকাটি বিল, কাজিরহাট বিল ও কায়বা কোলনী বিলে এই পলো বাওয়া উৎসবে অংশ নেন কয়েক হাজার মাছ শিকারি।