পার্বত্য এলাকায় পর্যটকের কাছে সবচেয়ে জনপ্রিয় বান্দরবান। তিন জেলার পর্যটন খাতের ব্যবসার প্রায় অর্ধেকই হয় দেশের সবুজ ছাদ খ্যাত এই জেলায়। তবে কেএনএফের হামলার ঘটনায় আবারও ক্ষতির মুখে পড়বে পাহাড়ের পর্যটন। বিশেষজ্ঞরা বলেন, দ্রুত এই সমস্যা সমাধান করা না হলে, স্থায়ীভাবে পর্যটক হারাতে পারে বান্দরবান। এজন্য, শক্তি প্রয়োগের পাশাপাশি রাজনৈতিকভাবে সংকটের সমাধানের পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত হলে বছরে ৫ থেকে ৭ হাজার কোটি টাকা আয় সম্ভব।